জীবন চলার পথে চলতে হয় অনেক মানুষের সাথে ভিন্ন মত ও পথে, হয় না বন্ধুত্ব সবার তরে।[...] তাই বলে বাকিদের শত্রু ভাবতে হবে? জেদের বশে, লাভ কী তাতে? ক্ষতির বীজ বরং বুপে, জীবনের পরতে পরতে। সামাজিকতার খাতিরে, অনেক মানুষের ভীড়ে মিশতে হয় অনেকের সাথে, কাজের প্রয়োজনে। রেটিনা ও আংগুলের ছাপ, ডিএন এর বিভিন্ন ধাপ তাইতো তাদের আচরণ মতামত, চিন্তা; ভিন্ন দৃষ্টিপাত। অন্যরা নিজের চাহিদা মতো করিবে সে আশা যতো, পস্তাতে হবে ততো। খাপ খাওয়াতে কষ্ট হলে, রিলেশন নষ্ট না করে দুরত্ব বজায় রেখে চলো। প্রত্যাশা যদি কিছু করো, আশাহত হবার মানসিকতা রেখো। প্রত্যাশার বেড়াজাল, অশান্তির কাল মাথা ঠাণ্ডা করে খোঁজো, কেনো এমন হলো; কিইবা করার ছিল? আত্ননিয়ন্ত্রণেই সকল শান্ত করিতে পারে সব ক্ষান্ত অপরে নিয়ন্ত্রণ শুধুই করিবে অশান্ত। যুক্তি, পাল্টা যুক্তি, বিতর্ক উন্নত হতে পারে সম্পর্ক নিয়ন্ত্রণ, কুযুক্তি, হুংকার বাড়াবে যত অহংকার, রচিবে নিজের সর্বনাশ। যত অর্জন, ফিরে দেখো কতো স্বজন পাশে দাঁড়িয়েছেন করে যতন, সাথে আত্নবিশ্বাস, নিজ সচেতন। ব্যর্থতা! সেতো তোমার অলসতা নিজেকে নিজে অসহযোগিতা। সফলতায় বা অর্জনে থাকে স্বজন ব্যর্থতায় অন্য কেউ দায়ী নন।
Spread the love