হীনমন্যতা একটি লক্ষণ বা অনুভুতি
আত্মবিশ্বাসের অভাব হয় যদি,
পরনির্ভরশীলতা বা পরিচয় সঙ্কট,[…]
অপরাধবোধ, নিরাপত্তা নয় নিষ্কণ্টক।
তিনি কত সুন্দর কবিতা লিখেন!
সেকি চমৎকার গায়েন,
বিদেশি ডিগ্রী, স্মার্ট-চটপটে,
দামি গাড়ি হাকিয়ে চলে।
তিনি বিগ-বস! বক্তৃতায় পটু
বউ ভাগ্যও মাশাল্লাহ, দেখতে যেনো ট্যাটু।
ইস! আমি যদি-
এমন অন্তর্দাহই হীনমন্যতার কাঁদি।
হীনমন্যতা ভোগা অস্বাভাবিক নয়।
কে-ই বা কারো চেয়ে পিছিয়ে থাকতে চায়?
হীনমন্যতায় ভুগলে সদা, সুখি হওয়া দায়।
খুঁজতে হবে নিজের সুযোগ, দুর্বলতা ও শক্তি
দুর্বলতা কাটিয়ে, সুযোগ কাজে লাগিয়ে-
এবং শক্তি ব্যবহারেই মুক্তি।
আত্মমর্যাদা বাড়িয়ে তোলা
হতাশা, অহংকার ও লজ্জার অনুভূতি ঝেড়ে,
দরকার আত্মসম্মান ও আত্মসচেতনতা।
তুলনা করা বা পার্থক্য করা
সবকিছু নিজের মধ্যে দেখার তাড়া,
হা-হুতাশ করাই হীনমন্যতা,
তিনিই হতচ্ছাড়া।
নেতিবাচক চিন্তায় আচ্ছন্ন সদা,
অপরের সাথে তুলনা করা
সেতো নিজেরই অমর্যাদা,
হতাশাগ্রস্ত হওয়া বা মুষড়ে পড়া।
নিজেকে অন্যের মতো করা
সে যে মস্ত বড় বোকা!
সময় দিতে হবে নিজেকে
আয়ত্ব করতে হবে নিজের দুর্বলতাকে
জয় করতে হবে অক্ষমতাকে।
‘কী নেই’ সে চিন্তা ছেড়ে
‘কী আছে’ সেই দৃষ্টিভঙ্গি নিলে
হীনমন্যতা ঝেড়ে ফেলে, সাফল্যের পথে
সবচেয়ে বড় শক্তি হিতার্থে।