নানা রঙের মানুষ!
আত্মপ্রেমে মগ্ন ফানুস
দিনমান নিজের শ্রেষ্ঠত্ব-
জাহিরে খুস,
অন্যের প্রশংসায় কঞ্জুস![…]
কেউ কেউ অপরকে করে গণ্য
তুমি খারাপ, তুমি বোকা, তুমি অকর্মণ্য।
পরনিন্দা, পরচর্যা, সমালোচনায় মুখর,
প্রমাণ করে অযোগ্যতাই তাহার।
কষ্ট দিতে বা পেতে কিছু ক্যাটালিস্ট,
যুক্তিহীন এ কেমন তারা-
নয় কি উভয়েই স্যাডিস্ট?
হিংসা, দম্ভ, অহংকার,
বিনা কারণে কিছু মানুষ ঈর্ষাকাতর;
স্বস্তি নাই তাদের এপার-ওপার।
ঝগড়াটে, সুযোগ বুঝে, বিষয় খুঁজে,
অন্য কারো নিশ্চুপ বা নির্লিপ্ততায়-
ক্ষোভে ফেটে পরে,
এরা নিজেরাই নিজেদের মনগড়া অশান্তি-
ডেকে আনতে পছন্দ করে।
কারোবা কোন কাজ নেই,
অন্যের কাজের দোষ ধরা, কষ্ট দেয়া, বিরক্ত করা,
কী করলে জ্বলবে তারা-
চিন্তা কেবল তাহাই আবিষ্কার করা,
নিজ মনের অশান্তিই ওদের আসল পীড়া।
নিজের সমস্ত অসহায়ত্ব, অপারগতা, পরাজয়
দায়ভার অন্যের উপর চাপিয়ে দিয়ে স্বস্তি পায়
মনের অগোচরে এক ধরনের অনিশ্চয়তায়,
হীনমন্যতা এদের তাড়া করে বেড়ায়।
কিছু মানুষ কাজ পাগল, ওয়ার্কোহলিক
কাজকেই ভালোবাসে, আপন মনে ঝিলিক।
বড় আবেগী কিছু লোক, শূন্যে স্বপ্ন বুনে,
বাস্তবে কখনো না মিলে-
অবশেষে স্বপ্নভঙ্গে হতাশা গ্রাস করে।
কিছু কিছু মানুষ অসৎ ভীষণ
যে করেই হোক সম্পদ খোঁজে অণুক্ষণ
এরা সর্বগ্রাসী, ভয়ঙ্কর, নিঃসন্দেহে কুজন
হীন কাজেও দ্বিধা নেই দিতে, আত্নসম্মান বিসর্জন।
ক্ষমতা এবং শ্রেষ্ঠত্বের মোহে উচ্ছ্বাস
চাটুকার বেষ্টিত তারা বোকার স্বর্গে করে বাস
মূলত নিঃসঙ্গ সেজন, বুঝিবে তখন
যবে আসিবে অধঃপতন,
চাটুকারের দলও ভুলিবে গুণকীর্তন।
শ্রদ্ধা আর অপরের ভালোবাসা
মানুষ হিসেবে প্রাপ্য সম্মানের আশা
সবকিছু নির্দ্বিধায় করে বলি
এরা নির্লোভ ত্যাগী।
যেমন আছি ভালো আছি, এরাই মূলত সুখি,
কিছু মানুষ মনে করে তারা জনম দুখি।
অল্পতে রেগে যায় দুর্বলচিত্তের ভীতু,
কোথাও �