অন্যের কাছে নিজেকে আপন করে তুলতে
নিজের অবস্থান পাকাপোক্ত করতে,[…]
দুনিয়াবী সুযোগ-সুবিধা লাভে
না পেলে ক্ষোভে
ফেতনা-ফাসাদ ও অসন্তষ্টি সৃষ্টি করে ভুরি ভুরি,
তাদের কথা বেচাকেনাই হচ্ছে চোগলখুরি।
পরস্পরের সম্পর্ক নষ্ট ও দুশমনি বৃদ্ধি,
হিংসা-বিদ্বেষ ও শত্রুতা সৃষ্টি,
সে কি হতে পারে মানুষের কৃষ্টি?
বৈরিতার খেয়ালে,
স্বেচ্ছায় ছবি অাঁকে মনেরই দেয়ালে
কুৎসা যবে রটায়
কথায় কথায়
শপথ করে, পশ্চাতে নিন্দা করে
একের কথা অপরের কাছে লাগায়।
দলভুক্ত সে জেনো সবচেয়ে দীন-হীন,
প্রতিদান পাবেই সেদিন
রোজ কেয়ামতের দিন।
কলহ বাঁধায় যিনি কর্মস্থলে, পরিবার বা বন্ধুত্বে;
মহাক্ষতির কারণ হবে দুনিয়া এবং আখেরে।
হে রাব্বুল আলামীন,
হেফাজত করুন তাহারে।
Spread the love