স্বার্থপর
— গাজী নূর
স্বার্থপরতা।
ভাবে সবাই গড়পড়তা
অবৈধ উপার্জন,
কৌশলে ভালো কিছু বর্জন-
আসলেই কি কিছু অর্জন?
আদতে কি ক্ষতি তার নহে,
সে কি স্বার্থপর তবে?
মনোকষ্টে কোন সুজন
দিয়েছে যে কুজন
আখেরে ধরা সে জন,
যদি না মাফ করেন সুজন।
আদতে কি ক্ষতি তার নহে,
সে কি স্বার্থপর তবে?
বুদ্ধি প্রতিবন্ধী কিছু মন,
সুকৌশলে নিজের মতন।
জ্ঞান বিলাতে থাকেন,
যখন যেখানে যেমন-
সর্বনাশা ক্ষতি করেন।
আদতে সেটা মহা-পাপ নহে,
সে কি স্বার্থপর তবে?
ক্ষণিকের এই ভবে
ঠকিয়ে সুকৌশলে
অন্যের হক মেরে বিত্তবৈভব গড়ে।
যে বলে তারে স্বার্থপর ভবে,
নিশ্চিত যেনো এপারে ওপারে
ভুগিতে হইবে জনতার দরবার
এবং হাশরে।
কি সে স্বার্থপর তবে?
উদ্দেশ্যেমূলক প্রতিবেদনে
আয়-রোজগেরের হাতিয়ার হয়ে,
সর্বনাশা গোলযোগ সৃষ্টি করে;
সমাজ অস্থিতি ভরে।
বেলাশেষে বিবেকের দংশনে মরে,
পরপারে শাস্তির ভয়ে-
সে কি স্বার্থপর তবে?
সামাজিক ও প্রাতিষ্ঠানিক বিচারালয়ে!
স্বার্থে বা ফরমায়েশি আদেশে
ভুগিবে যে জন,
মাফ কি করিবে মানুষ বা নিরঞ্জন?
এ যে মহা সংযোজন পাপে,
সে কি স্বার্থপর তবে?
গলদ স্বার্থপরের সংজ্ঞায়!
সাময়িক অর্জন ও গর্জনে,
ইহলোকের পার্বণে-
যদিও ফলাফল পেয়ে যায় ধরনে,
নিশ্চয়ই যেনো পরপারে
ভেবে দেখো নির্জনে।