পরিচয়
— গাজী নূর
সফলতা, ব্যর্থতা, পরিচয়
সবই নির্ণীত হয়, মৃত্যুর পর
জানিয়ো নিশ্চয়।
ক্ষণিকের এই ভবে
বহু শ্রমে ঘামে, তিল তিল করে
সাফল্য লাভে একাদিক্রমে
করছে মানুষ যুগ যুগ ধরে।
বেলা শেষে কেউবা কখনো
এমন কাজ করে
হাজারো সাফল্য নত হয় পরে
আসল পরিচয় সেটাই থেকে যায়
যুগ যুগ ধরে।
নিশিদিন কেউবা আকাম কুকাম করে
অন্যের চোখে, জীবনের পথে
তওবা করে – ফিরে এসে,
এমন কিছু ধরে
রয়ে যায় তাই মৃত্যুর পরে
সেটাই যেনো আসল পরিচয়,
থাকে মানুষের মনে।
সকাল দুপুর কিংবা বিকাল
সাড়াদিন কেমন
যায় না করা মূল্যায়ন,
জীবনের কোন স্তরে
মানুষে মূল্যায়ন শুধুই বৃথা তেমন।
জীবন সায়াহ্নেই তব পরিচয়
সদা সজাগ থাকা তাই
গুরুজন বলেন নিশ্চয়।
Spread the love