সত্যাসত্য
— গাজী নূর
সামনে ও পিছনে
অনেক কিছুই ঘটে নিশিদিন
মিছে কল্পনায় জীবন রঙিন।
কিছু প্রকাশিত,
কিছু অপ্রকাশিত
হই শিহরিত, ক্রিয়া নিয়ত
প্রতিক্রিয়া অবিরত।
কানে হাত না দিয়েই
চিলের পিছনে ছোটা
এ যে কতবড় বোকা!
সিনেমায় দেখা
নায়কের তাক করে রাখা
ভিলেনের গুলিতে চাখা
সাধারণ মানুষের চোখে
নায়ক কিলার পাকা!
সিনেমার যবনিকায়
জয় নায়কেরই হয়
শেষ বিচারে ভিলেনের পরাজয়
হয় নিশ্চয়।
পত্নী যতন করে
গ্লাসে পানি ভরে
দেয় স্বামীর তরে
মাঝে কুটনাবুড়ি
বিষ মিশিয়ে চুরি
দ্বন্দ্ব লাগায় ভুরি ভুরি।
তাতেও কি মোদের হয় হুশ
হয় কখনো চূড়ান্ত খুশ
যাচাইহীন অভিযোগের দোষ?
চাক্ষুস দেখাও কখনো
ভুল হতে পারে যেনো
যাচাই বাছাই করে দেখো
অন্যের চোখে, মনো।
Spread the love