নেতা ও নেতৃত্ব
— গাজী নূর
নেতা কে?
তুমি, আমি বা সে!
নেতৃত্বের গুণাবলিতে।
স্বপ্ন দেখা, বিশ্বাস রাখা, তাতে অবিচল থাকা
কর্মীর হৃদয়ে বিশ্বাসের ছবি আঁকা।
সহযোদ্ধাদেরকে আস্থায় আনা,
আন্দোলিত করা,
লক্ষ্য অর্জনে ঝাঁপিয়ে পড়ার মানসিকতা সৃষ্টি করা।
যখন যেখানে যেমন, সম্মুখ বা পিছন
নেতৃত্বে থেকে শেষ পর্যন্ত লড়া।
ফলাফলে সহযোগীদের কৃতিত্ব তুলে ধরা,
ব্যর্থতার দায় গ্রহণ করা।
হতাশা জয় করে নতুন কোন স্বপ্ন আঁকা।
সুকৌশলে ভিন্ন পথে, লক্ষ্য পানে ছুটে চলা
অবিরাম লেগে থাকার নেশা,
অনুসারীরা খুঁজে পাবে নতুন আলোর দিশা।
বাধা বিপত্তি জয়,
শতকষ্ট অন্তর্জালে হাসিমুখে রয়।
তিনিই তো নেতা, প্রকৃত নেতা;
সহকর্মীদের সাথে যিনি সদা স্বচ্ছ ও নির্ভয়।
অংগীকারাবদ্ধ, সহানুভূতি ও দায়িত্বশীল।
উদ্ভাবনে যেমন, পাকা ঝামেলা মোকাবেলায়
সততা-নিষ্ঠায়, প্রতিশ্রুতিতে সহনশীল।
জানা-অজানা চেলেঞ্জে যিনি দৃঢ়চেতা,
অসীম সাহসী, ঝুকিতে পাকা,
স্বয়ংক্রিয় ব্যক্তিত্বে নেতা;
তিনিই মহাবীর।