কিরামান কাতিবিন
— গাজী নূর
কিরামান কাতিবিন
হিসাব নেবেন মহামহিম
রোজ হাশরের দিন।
নিত্যদিন
এড়িয়ে চলার চেষ্টা
সিসি ক্যামেরা,
মানুষের চোখ,
সেকি আসলেই সুখ?
কৌশলে যতো পারো ধোকা,
আয় রোজগেরে পাকা,
তাতে কি হিসাব হবে সোজা?
সবই যে লিখে রাখছেন প্রতিদিন-
কিরামান কাতিবিন।
ডিজিটাল এ যুগে
হক্কলে করে চেষ্টা অন্যের রেকর্ডে,
স্ক্রিনশটে, নানাভাবে।
হাশরের ময়দানে কী হব?
কঠিন কঠোর দণ্ড,
শুধু ভুলে যাই নিজের কর্মকাণ্ড!
হিসাব কে চাহিবে তোমায়?
যদি নিজের বিবেকে না পরে ধরায়।
পরপারে মিলিবে কড়ায় গণ্ডায়।
ঠক প্রবঞ্চকের দল,
চোখ ফাঁকি দেয় কাদের বল?
আদতে নিজেরই ডেকে আনে কুফল।
সাময়িক সুখ,
সেতো আবালের মুখ
হ্যাপি সর্বভুক।
সাড়াদিন কর্মব্যস্ত হিসাবে পাকা,
দিন শেষে ফলাফলে ফাঁকা
মিলিবে কি আশা?
আদেশ পালনে যদিও কিছু মিল,
হর হামেশা সেটাই শুনি নিশিদিন!
নিষেধ পালনে বড়ই গড়মিল,
তবে কি মিলিবে হিসাব শেষ বিচারের দিন?
ঘুষ খাবে না যে কিরামান কাতিবিন।