পরম্পরা
— গাজী নূর
ওহে মানুষ!
ভাবিয়াছ কি কভু?
এক জীবনেই উত্থান-পতন,
দেখা যায় কখন?
সময়ে বা কারো দুঃসময়ে
অপকর্ম করে,
অপকৌশলে খেলে
করে টাকা কাড়িকাড়ি,
করেছে যারা বাড়ি-গাড়ি।
অর্থ ও ক্ষমতার দম্ভ
করে সমস্ত করায়ত্ত
ঢক, প্রবঞ্চকের দল।
মানুষে মানুষে অবহেলা,
অহমিকায় করে যারা,
তাদেরই পতন ভেলা
এক জীবনেই
সাঙ্গ হয় তাদের খেলা।
ওহে মানুষ!
ভাবিয়াছ কি কভু?
একাদিক্রমে বহু পুরুষ ধরে
ঐতিহ্য ঠিক রেখে
টিকে আছে ভবে
সৎ জীবনের জোড়ে।
সততা নয় শুধু দেখানোয়,
হতে হবে চিন্তায় ও মননে
সময়ে অসময়ে।
তবেই যেনো মানুষ
তিন পুরুষ ধরে,
বংশ পরম্পরায় পরে
চলে যাবে ভবে
মানুষ মানুষের তরে।
Spread the love